লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন ০৫নং ওয়ার্ড মাওলানা পাড়া মাহবুব মুন্সী বাড়িতে এসে গতকাল সোমবার রাতে ঘরের বাহিরে থাকা টয়লেটের মধ্যে বিষ পান করে আত্মহত্যা করেছে আরিফ হোসেন(২৮) নামে এক জামাই।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আরিফ হোসেন উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এর বাসিন্দা চৌধুরির বড় ছেলে । গত দুই বছর পুর্বে চর ফলকন ইউনিয়নের মাহবুব মুন্সী বাড়িতে বিয়ে করে । বিয়ের পর থেকেই আরিফ কোন কাজকর্ম না করে সারা দিন শুয়ে-বসে শশুর বাড়িতে অবস্থান করাটাকে কোনো মতেই মেনে নিতে না পারায় সংসারে অশান্তি লেগেই থাকতো। আরিফ হোসেনের নিকট কিছু দিন পুর্বে মেয়ে পক্ষ থেকে তালাক নামা পাঠালে অবশেষে শশুর বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করে আরিফ হোসেন ।
স্থানীয়রা জানায়,গতকাল ০৫ (সেপ্টেম্বর ) সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে আরিফ হোসেন (২৮) বিষ খেলে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করে । প্রাথমিক চিকিৎসা শেষে আরিফের অবস্থা আশঙ্কা জনক দেখে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয় । সেখানের দায়িত্ত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, হাসপাতাল থেকে আসার পর কোন অভিযোগ না পাওয়ায় চর জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন এর মতামতের ভিত্তিতে ছেলের পিতার নিকট লাশ হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭