নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য কেএম হারুন, বিশেষ অতিথি, জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক রাজিব হাসান সহ প্রমুখ। এছাড়া ও অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলার সভাপতি মোঃ মোশাররফ হোসেন ও সঞ্চালনায় ছিলেন, জিয়া সাইবার ফোর্সের ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা। সরকারের সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্যকালে কেএম হারুন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের আমাদের দেশের উন্নয়ন আর উন্নয়ন করা একটা দেশের সরকারের দায়িত্ব। উন্নয়নের নামে দেশের টাকা লোপাট করে গলাবাজির ও একদিন হিসাব নেওয়া হবে। সব শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

