ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত


সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় উঠতি বয়সী কিছু বখাটের ছুরিকাঘাতে শরিফুল ইসলাম(১৬) নামের ৮ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে ওই শিক্ষার্থীর বাবা। অভিযোগসূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে জামগড়া ন্যাশনাল ইনেশিয়াল এন্ড হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম যোহরের নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার সময় অস্ত্রসস্ত্রসহ এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িতরা হলেন, শ্রাবন (১৮), সিফাত মীর (১৮), আল আমিন (২২),আরফান মোল্লা, আওলাদ মোল্লা,বিজয়, রনি ভূইয়া ও বকুল ভুইয়া। উভয়ই জামগড়া পূর্ব নরসিংহপুর এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, অভিযুক্তরা এলাকায় বেশকিছু চাঞ্চল্যকর কর্মকান্ডের সাথে জড়িত। কিশোর গ্যাংয়ের তৎপরতা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে তারা সরাসরি সংযুক্ত হয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়।

উল্লেখ্য, এই বখাটের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।