ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

দেবীগঞ্জ উপজেলা ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত


সেপ্টেম্বর ৬, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মনোরঞ্জন রায়, (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দির জগবন্ধু ঠাকুরবাড়ি প্রাঙ্গণে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দেবিগঞ্জ উপজেলা শাখা দেবিগঞ্জ পঞ্চগড়। ৬ই  সেপ্টেম্বর (বুধবার) সকাল দশ ঘটিকায় পবিত্র গীতাপাট প্রতিযোগিতা, ভজন কীর্তন ও ধর্মীয় আলোচনা সবার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর  দেবিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা  বাবু স্বদেশ চন্দ্র রায় ও  সাধারণ সম্পাদক বাবু কমল রায়, আরো উপস্থিত ছিলেন দেবিগঞ্জ উপজেলা শাখা কৃষক লীগের সভাপতি বাবু নির্মল কুমার শর্মা সহ দেবিগঞ্জ উপজেলার হাজারো ভক্ত বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পূর্ণ তিথির স্মরণে পালন করা হয় জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। দিনটি শ্রীকৃষ্ণের পূজা সহ নানা আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুর এক ঘটিকার সময় মন্দির প্রাঙ্গণ হতে একটি মঙ্গল শোভাযাত্রা (রেলি) দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার সমাপ্তি ঘটে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।