ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

স্ত্রীর পরকীয়ায় প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন’ আহত ১ আটক ২


আগস্ট ২০, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

নুরে আলম হাওলাদারঃ স্ত্রীর পরকীয়ার প্রেমিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কাপড় কাটার ধারালো কাঁচির (কেচি) আঘাতে খুন হয়েছেন দুবাই প্রবাসী স্বামী আলাউদ্দিন বেপারী (৩৪) নামে এক যুবক, এঘটনায় দুই জনকে আটক করেছ সখিপুর থানা পুলিশ।

শনিবার (২০ আগস্ট) রাত ৮ টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে দুইক্কা মার্কেটে এঘটনা ঘটে।

নিহত প্রবাসী আলাউদ্দিন বেপারী মজিল হক বেপারী কান্দি বাসিন্দা মুকবুল হক বেপারীর ছেলে। আটককৃতরা একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।

এদিকে মারামারি ছাড়াতে গিয়ে আহত হয়েছেন আসামী কান্দি গ্রামের বাসিন্দা সাদেক প্রধানীয়ার ছেলে কিরন প্রধানীয়া(২২)। তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আলাউদ্দিন বেপারীর মরদেহও একই হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, আলাউদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযুক্ত আব্দুল্লাহ মৃর্ধা আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সাথে আব্দুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। এক মাস আগে আলাউদ্দিন দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠার পর স্থানীয় মুরব্বীগন বিষয়টি নিয়ে উভয় পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তারপরও আজ আলাউদ্দিন বেপারী আব্দুল্লাহ মৃর্ধার সাথে বিষয়টি নিয়ে দোকানের ভিতর তর্কে জড়িয়ে পড়লে আব্দুল্লাহ মৃর্ধার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে, তখন রক্তাক্ত অবস্থায় গলা কাটা মুরগির মত রাস্তায় গড়া গড়ি করে আলাউদ্দিন বেপারী, এসময়
স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হন। এরপর আলাউদ্দিন বেপারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।