ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

রঙের কাজ করার সময় রশি ছিড়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে


আগস্ট ১২, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ৫ম তলা ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রঙের কাজ করার সময় রশি ছিড়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট ) সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্লটের ভেতর নির্মাণাধীন ৫ম তলা বিশিষ্ট ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রঙের কাজ করছিলেন তিনজন রংমিস্ত্রি। এদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রং করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। এসময় রশি ছিড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে দুই রং মিস্ত্রির মৃত্যু হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, সকাল ৯টার দিকে আমাদের হাসপাতালে দুজন লোককে নিয়ে আসলে আমরা তাদের মৃত ঘোষণা করি। তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা দুজনেই রংয়ের কাজ করেন এবং কাজ করা অবস্থায় উপর থেকে নিচে পড়ে মারা গেছেন।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রং করা অবস্থায় রশি ছিড়ে নিচে পড়ে তারা মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।