ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে সোনার বাংলা ব্যাটারি হাউজ থেকে লাখ টাকার ব্যাটারি চুরি হওয়ায় থানায় অভিযোগ


আগস্ট ৯, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের জেলার নবীগঞ্জ পৌরসভার শেরপুর রোড সোনার বাংলা ব্যাটারি হাউজের মালিক মো: আশিকুর মিয়া অভিযোগ করেন যে,আমার দোকানে কিছু সংখ্যক ডাকাতদল ১২-১৫টি ব্যাটারি প্রায় ০১লাখ টাকার হবে সেগুলো ব্যাটারি চুরি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার (০৩আগষ্ট) সকাল ৭:২০মিনিটের সময় নবীগঞ্জ শেরপুর রোড সোনার বাংলা ব্যাটারি হাউজ শোরুমে’ এ ঘটনাটি ঘটে।

আশিকুর মিয়া বলেন, আমার কর্মচারী শাজাহান মিয়া দোকানে খুলতে গেলে দেখে যে আমার দোকানের তালা ভেঙে কে বা কারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন কোম্পানির নতুন পাঁচটি ব্যাটারি প্রায় ১৩,৮০০ টাকা ৬,৯৬৯ হাজার, ১৩,২০০ টাকা এবং পুরাতন চায়না কোম্পানি ছয়টি ব্যাটারি প্রতিটির মূল্য ৪৫,০০০ হাজার টাকা চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকাল ০৭ঘটিকায় সময় দোকানের সামনে ঢাকা মেট্রো- ক ০৪-০৬৮৮ এই গাড়ি করে তুলে ব্যাটারি গুলে চুরি করে নিয়ে যায়।গাড়িটি বাংলাবাজার যাওয়ার সময় সিসি ক্যামেরা দেখা যায় যে চুরেরা কার গাড়ি দিয়ে আমার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। তার পরে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।

নবীগঞ্জ থানার এস আই তরিকুল ইসলাম ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বলেন যে যতটুকু জানলাম ওটা চুরির ঘটনা। আমরা বিষয়টা দেখছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।