ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রান্সপ্লান্টেরে মাধ্যমে ধান চাষ পদ্ধতি চালু


আগস্ট ৩, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে রংপুর বিভাগীয় কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্পের সহায়তায় কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে ধান চাষ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। প্রায় ৮০% মানুষ চাষাবাদ করে। এদেশের মানুষ যেমন বাড়ছে তেমনি জমির পরিমাণ কমে আসছে। বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিভিন্ন ফসল উৎপাদনে চ্যালেঞ্জের মোকাবেলা করছে। সরকার ইতিমধ্যে কৃষি যান্ত্রিকরনে গুরুত্ব আরোপ করেছেন। রাইস রাইস ট্রান্সপ্লান্ট চারা রোপনের একটি যন্ত্র। শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় সে কারণে উপজেলা কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে শ্রমিকদের যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী করে তুলছেন। সারা দেশের ন্যায় উপজেলা কৃষকরা কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ফলে ধান চাষে তারা আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান চাষ করে কৃষকরা উপকৃত হচ্ছেন। এতে তাদের কম সময় ও মজুরি সাশ্রয়ী হচ্ছেন ।অধিক ফলনে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে আমরা মাঠে গিয়ে কৃষিকর্মকর্তা গণ কৃষকদের আগ্রহী করে তুলছি। এতে রাইস ট্রান্স প্লান্ট এর মাধ্যমে ধান রোপনের মেশিন ব্যবহারে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। তিনি আরো জানান, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধান রোপণের কার্যক্রম উদ্বোধন করেছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।