টঙ্গীবাড়ী প্রতিনিধি ৷৷ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার ইব্রাহিম এর বিরুদ্ধে। খোজ নিয়ে জানাগেছে, কাগজে কলমে ডিলার ইব্রাহিম হলেও সব কিছুই করেন তার ভাই যুবলীগ নেতা জিএম ইকবাল। অনিয়মের অভিযোগে যুবলীগ নেতা ইকবালের ডিলারসীপের নিবন্ধন বাতিল হলেও ইকবাল তার ভাই ইব্রাহিম এর নামে আবারো ডিলারসীপ নিয়ে অনিয়ম করেই যাচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ব্যাংক এশিয়ার নিচে একটি গোডাউন থেকে ‘ওএমএস’ তালিকাভুক্ত উপকারভোগীদের ১৫ টাকা দরে ৬০ কেজি করে চাল বিক্রি করার কথা থাকলেও ৫০ কেজি করে চাল বিক্রি করেন যুবলীগ নেতা ইকবাল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপকারভোগী জানান, সকাল থেকেই ১০ কেজি করে কমে চাল দিচ্ছিলেন ইকবাল পরে উর্ধতন কর্মকর্তা আসলে ৬০ কেজি করে দেন।অভিযুক্ত ইকবাল বলেন,বিষয়টি মিথ্যা, অতিরিক্ত ভীর থাকায় ৫০ কেজি করে চাউল দেওয়া হয়েছিলো। পরে ১০ কেজি নিতে বলা হয়েছে। ভীর কমার পরে ১০ কেজি করে দেওয়া হয়েছে।হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ৬০ কেজির জায়গায় ৫০ কেজি চাউল দিতাছে এমন সংবাদ আমার কাছে আসলে আমি সাথে সাথে আমার মেম্বারদের ঘটনাস্থলে পাঠাই।পরে ইকবাল আমাদের মেম্বারদের কাছে বলেন ৫০ কেজি করে দিতাছি বাকি ১০ কেজি পরে দিয়ে দিবো।উপজেলা খাদ্য কর্মকর্তা মো: আনোয়ার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে তথ্যের সত্যতা পাই।পরে আমি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ৬০ কেজি করে চাউল বিতরণ করি। ডিলার অন্যায় করেছে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।