ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

শিক্ষার্থীদের দিয়ে ‘নিজ বাড়ির বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে


আগস্ট ১৬, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নুরে আলম,হাওলাদারঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৪২ নং তারাবুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া ও বাথরুম পরিষ্কার করাসহ বাড়ির ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ পাওয়া গেছে।বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে নিজের বাড়িতে ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম ও বাগানের গাছ পরিষ্কার করাসহ বিভিন্ন কাজ করান। এসব বিষয়ে অভিভাবকরা প্রধান শিক্ষিকার কাছে জানতে তাদের গালাগাল করে তাড়িয়ে দেন তিনি।পরে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন আফসানা বেগম নামে এক অভিভাবক। পাশাপাশি প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী এক হয়ে বিক্ষোভ মিছিলও করেছেন।এ বিষয়ে একাধিক ছাত্রছাত্রী অভিযোগ করে বলেন, আমরা প্রাইভেট পড়তে ম্যাডামের বাসায় যাই। কিন্তু তিনি আমাদের দিয়ে তার বাসায় কাজ করান। আমাদের দিয়ে ওনার বাগান, ওয়াশরুম ও পানির টাংকি পরিষ্কার করান। এমনকি মেয়েদের ঘর ঝাড়ু ও মুছতে বলে। আমরা কাজ না করতে চাইলে আমাদের মারধর করে এবং পরীক্ষায় ফেল করানোর ভয় দেখায়। তার থেকে গাইড না কিনলে তিনি আমাদের বকাঝকা করে। ৫০০ টাকার গাইড ৭০০ টাকা নেয়। এই জন্য আমারা এই স্কুলে আর পড়তে চাই না।অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।  এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুন বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।