ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহে স্ত্রীর যৌতুকের টাকায় বিদেশে গিয়ে উল্টো স্ত্রীকে তালাক দিলেন স্বামী


আগস্ট ২, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের নয়ন মোল্লা তাঁর স্ত্রীর বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে বিদেশ যাওয়ার সময় উল্টো স্ত্রীকে তালাক দিলেন।অভিনব এমন ঘটনা ঘটেছে গৃহবধূ সাদিয়ার সঙ্গে।সাদিয়ার বাবার বাড়ি শৈলকূপা উপজেলার যুগনি গ্রামে।এঘটনায় ক্ষোভে আর দুঃখ কষ্টে মানষিক ভাবে ভেঙে পড়েছেন অসহায় ওই নারী।আর এই বিষয়টি নিয়ে এলাকায় বইছে সমালোচনা ঝড়।ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে জানা যায়,পারিবারিকভাবে সবার সম্মতিক্রমে ইসলামিক নিয়মনীতি মেনে ১ লক্ষ ৭৫ হাজার টাকা সম্পূর্ণ বাকী কাবিনে তার সাথে নয়ন মোল্লার বিয়ে হয়।ওই নারী আরো জানান,আমার বাবা বেঁচে নেই মা অনেক কষ্ট করে আমার মানুষ করেছে।বিয়ের পরে আমি স্বামী সংসারের স্বপ্ন দেখেছিলাম বাকী অন্য মেয়েদের মতো।কিন্তু পাষণ্ড স্বামী তাকে শ্বশুর বাড়ি থেকে বিদেশে যাবার জন্য টাকা এনে দেয়ার কথা বলে।কিন্তু সাদিয়ার বাবা না থাকায় পরিবার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল এতো টাকা তাঁরা দিতে পারবেনা বলে সে জানান।টাকা দিতে পারবে না জেনেও নয়ন মোল্লা ও তার পরিবারের লোকজন সাদিয়াকে চাপ দিতে থাকে।এছাড়া তাঁর উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতে থাকে।শারীরিক ও মানসিক কষ্ট সইতে না পেরে সাদিয়া তার পরিবারের লোকজনের কাছে বিষয়টি খুলে বলে।সাদিয়ার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বহু কষ্ট করে তাদের ভিটে বাড়ি বন্ধক রেখে তাদের জামাই নয়ন মোল্লার জন্যএক লক্ষ পঁচিশ হাজার টাকা জোগাড় করে দেন।পরবর্তীতে সেই টাকা পেয়ে নয়ন মোল্লা মালয়েশিয়া পাড়ি জমান।এদিকে সাদিয়া আরো জানান,বিদেশে যাবার পর থেকেই তার স্বামী তার সঙ্গে কোন যোগাযোগ রাখে না।বাড়িতে একা পেয়ে তার শশুড়,শাশুড়ি নানা ধরনের গালমন্দ করতে থাকে।এ কারণে সাদিয়া তার বাবার বাড়িতে চলে যায়।হঠাৎ করে একদিন বিদেশি নাম্বার থেকে ফোন এসে বলে তুমি আমার বিদেশ যাওয়ার সময় তোমার বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা এনে দিতে চেয়েছিলে এখনো ৭৫ হাজার টাকা বাকি আছে।বাকি টাকা না দিলে আমি আর তোমার সঙ্গে ঘর সংসার করবো না।কোন সম্পর্কই রাখবো না।আর আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি।বিষয়টি জেনে সাদিয়া তার পরিবারের লোকজনের জানান।কিন্তু কিছুদিনের মধ্যেই পোস্ট অফিসের মাধ্যমে তালাকের কাগজ সাদিয়ার বাবার বাড়িতে চলে আসে।তালাকের বিষয়ে সাদিয়ার মা,ছোট ভাই ও পরিবারের লোকজন নয়ন মোল্লার বাবা টোকন মোল্লার কাছে জানতে চাই।সে সময় টোকন মোল্লা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে আমার ছেলে বিদেশ যাওয়ার আগেই গত ১৪/০৫/২০২৩/ তারিখে আপনার মেয়েকে তালাক দিয়েছে।অতএব আপনাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। সাদিয়া অভিযোগ করেন,তালাকের কাগজপত্র পাঠালেও স্ত্রীর দেনমোহরের টাকা ও খোরপোষ বাবদ কোন টাকা পরিশোধ করে নি নয়ন মোল্লা।নয়ন মোল্লার এমন প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কারণে সাদিয়া যৌতুক আইনেঝিনাইদহ কোর্টে বিজ্ঞ আমলী ম্যাজিস্ট্রেট শৈলকূপা আদালতে নয়ন মোল্লা,টোকন মোল্লা, মিনা বেগম সহ তিনজনকে আসামি করে একটি যৌতুক মামলা দায়ের করেন।যার মামলা নাম্বার হলো ২২৩/২৩।এ ঘটনায় ভুক্তভোগী সাদিয়া মহামান্য আদালতের নিকট সঠিক ন্যায় বিচারের দাবি জানান।তিনি বলেন,আমার মতো আর কোন নারী যেন এমন প্রতারণার শিকার না হন।মামলার বিষয়ে নয়ন মোল্লার বাড়িতে যোগাযোগ করা হলো তাদের কাউকে পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।