স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে হবিগঞ্জ ০১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের আওয়ামি লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী। শনিবার ০৫(আগষ্ট)শনিবার বিকাল ০৩ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের, মাইজগাঁও, নতুন বাজার,বাউসা বাজার,নাদামপুর,বিভিন্ন স্থানে গনসংযোগ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করেন মোঃ আব্দুল মুকিত চৌধুরী এ সময় তিনি জনসাধারণের কাছে দোয়া চান। এই প্রসঙ্গে হবিগঞ্জ ০১ আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে অগ্রযাত্রা প্রান্তিক পর্যায়ে পৌঁছায় দিতে আমি সাধারণ মানুষের কাছে যাচ্ছি। আমি তৃণমূলে ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নবীগঞ্জ -বাহুবল আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।