ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার


আগস্ট ২৭, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গিবাড়ী প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডের বাজার এলাকা হতে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী আল-মামুন মোল্লাকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কান্দাপাড়া গ্রামের  আব্দুল আলিম মোল্লার ছেলে।টঙ্গিবাড়ী থানার এসআই আল মামুন বলেন, ২০১৪ সালের  একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী আল মামুন মোল্লা দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলো। তাকে অভিযান চালিয়ে উপজেলার কুন্ডেরবাজার এলাকা হইতে শনিবার রাত আড়াইটার দিকে  গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি রাজিব খান বলেন, ২০১৪ সালের  একটি হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। এদের মধ্যে ২ জন জেল খেটে জামিনে বের হয়েছে। একজন জেল হাজতে আছে। আল মামুন মোল্লাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে। অপর আরেকজন দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।