স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কার্গো-ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ কামাল হোসেন কে সংবর্ধনা প্রদান করে সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতি। সোমবার রাত ৭:৩০ মিনিটে ঢাকার মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
এতে সভাপতিত্ব করেন সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন আজাদ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭