ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, আটক ৭


আগস্ট ৮, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এসময় ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়। পুলিশের লাঠিচার্জে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আজ দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর একটার দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ায়। এসময় পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে দাঁড়াতে নিষেধ করে। কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের কথা জানায় পুলিশকে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এসময় অন্তত ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।