

নুরে আলম হাওলাদারঃ শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডে এক প্রতিবন্ধীর জমি জোরপূর্বক দখল ও দোকান ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগী। আজ সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার পালং গ্রামে প্রতিবন্ধীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।লিখিত বক্তব্যে প্রতিবন্ধী টিটু কোতোয়াল অভিযোগ করেন, ৬০ নং পালং মৌজার বি.আর.এস খতিয়ান ৪৬৭, দাগ নং-৩১০২, জমির পরিমাণ ২৯.৯৯ শতাংশ। উক্ত পৈত্রিক ও ক্রয়কৃত ভূমিতে আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ-দখল করে আসছি। এমতাবস্থায় শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ও রবিন কর্মকার গংরা ভূয়া দলিল দ্বারা জোরপূর্বক দোকান ঘর ভাংচুর ও জমি দখলের চেষ্টা করেছে। উক্ত জমি থেকে আমাদের বেদখল করতে মিথ্যা মামলার ভয় দেখিয়ে দেশ ছাড়ার হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। স্থানীয় প্রভাবশালীদের এমন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভুগী পরিবারটি। জমি সংক্রান্ত ঐই বিষয়ে আদালতেও একাধিক মামলা চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭