ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

যশোরের রূপদিয়ার সড়ক দুর্ঘটনায় ৬ জন হতাহত


আগস্ট ১০, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জুবায়ের তানভীর  সিদ্দিকঃ  যশোরের রূপদিয়ায় ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তানভীর নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার গোপালপুর গ্রামের ওবায়দুল্লাহর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তারা হলেন ইজিবাইক চালক উজ্জল দফাদার, তার ছেলে মহিবুল্লাহ, নওশীন আক্তার মিথিলা, মায়শা আক্তার অর্থি ও জিনিয়া। তাদের যশোর জেনারলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা জানায়, তারা সকলে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির শিক্ষার্থী। সকালে বাড়ি থেকে ইজিবাইকযোগে স্কুলে যাচ্ছিল। পথিমেধ্য পদ্মা ফিলিং স্টেশনের সমানে আসলে ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তানভীরের মৃত্যু হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।