ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

মুন্সিগঞ্জে শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বরণসভা


আগস্ট ১৯, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে উপজেলার বুড়ির বাড়ি মাঠে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় স্থানীয় আওয়ামীলীগ এবং সহযোগী অংগ সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন।
আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন লিটন মাঝির সভাপতিত্বে ও বাচ্চু মাঝির সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান উপকমিটির সমন্বয়ক ডা:হেদায়েতুল ইসলাম বাদল মল্লিক, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবনে বিভিন্ন দিক তুলে ধরে ১৫ই আগষ্টের শোককে শক্তিতে পরিনিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে বঙ্গবন্ধুর আদর্শ চর্চার আহ্বান জানান সকলের প্রতি।

পরে জাতির পিতা সহ ১৫ই আগষ্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।

স্বরন সভায় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির ফকির, মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নবীন কুমার রায়,আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নয়ন বেপারী,হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওসমান গনি মেলকার,ফারুক হালদার,বাবুল মোল্লা,নেকবর মেলকার, উপজেলা যুবলীগ নেতা উজ্জ্বল মাঝি,হাসাইল বানারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিএম ইকবাল, উপজেলা ছাত্রলীগ নেতা রামিম মাঝি,শুভ শেখ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।