স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার(০১লা আগষ্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)মো: রাহাত বিন কুতুব বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর(ভেকু)মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হেফজু মিয়ার পুত্র শাকিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং একটি গাড়ি জব্দ করেন।বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার(ভূমি) মো: রাহাত বিন কুতুব।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭