মুন্সীগঞ্জ প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী থানা পুলিশের আয়োজনে বুধবার সন্ধ্যা ৫ টায় হাসাইল মাছ ঘাটে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান,ইউপি সদস্য বাবু হাওলাদার, শাহীন দেওয়ান, নাজমুল ইসলাম, বিট অফিসার টঙ্গীবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নেকবর মেলকার , সাংবাদিক আপন সরদার, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মেলকার।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, মাদক থেকেই বিভিন্ন অপরাধের সৃষ্টি হয়। মাদক যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেশ ও সমাজ সুন্দর হবে। আর পুলিশের পাশাপাশি প্রত্যেক পরিবার থেকে এবং সবার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হলে মাদক নির্মুল করা সম্ভব হবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি ওসমান গনী মেলকার, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হাওলাদার, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্রাট দাস সহ স্থানীয় জনসাধারণ।