

নুরে আলম, হাওলাদারঃ পায়ে শিকল পরা অবস্থাতেই রয়েছেন দীর্ঘ ১০ বছর। দিন শুরু হয় শিকল বন্ধী হয়ে, বিকেল গড়িয়ে অন্ধকার নামে এ অবস্থাতেই। ফলে পায়ে সঙ্গে শিকল যেন নিত্যদিনের সঙ্গি হয়ে দাড়িঁয়েছে কালাম শরীফ (৪০) নামে এক যুবকের।শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কালাম শরীফ জন্মের ৩০ বছর বয়স পার হওয়ার পর থেকেই পায়ে শিকল বাঁধা হয়ে প্রায় ১০ বছর ধরে মানবেতর জীবনযাবন করছেন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডিঙ্গামানিক গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে সে।দেখা গেছে, পায়ে লোহার শিকল লাগিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে মানসিক ভারসাম্যহীন কালাম শরীফ কে।কখনো সে শুয়ে বসে সময় কাটাচ্ছে। আবার কখনো হাসি-কান্নার মধ্য দিয়েই কাটছে তার জীবন। সন্তানের এ অবস্থা দেখে চিন্তায় সারাক্ষণ কাঁদেন তার মা।কালাম শরীফের মা জানান, আমার ছেলে প্রথমে ভালোই ছিলো, ২৫ বছর বয়সে বিয়ে করাই তার একমাস পর থেকেই পাগলামি শুরু করে ছেলে।এতে মানুষের বাড়ি গেলে মানুষ ভয় পেত এবং বিভিন্ন সমস্যা করতো এতে করে শিকলে বন্ধী করে রাখতে বাধ্য হোন তিনি।এভাবেই চলতে থাকে বছরের পর বছর। মুক্ত থাকলে কখন কী দুর্ঘটনা ঘটায় এমন আশঙ্কায় বন্দি করে রাখা হয়েছে বলে জানান তার মা।সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো বলে জানায় তার প্রতিবেশীরা।কালাম শরীফের মা বলেন,আমার ছেলেকে নিয়ে আমি খুব কস্টের মধ্যে আছি।যদি কেউ সাহায্য সহযোগিতা করতো তাহলে ওকে নিয়ে একটু ভালো থাকতে পারতাম।উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য তার পরিবারের নেই। তাই তার চিকিৎসায় বিত্তবান ও সরকারের প্রতি আহ্বান জানান পরিবারসহ এলাকাবাসী।ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সরদার বলেন,বিষয় টি আমার জানা ছিলোনা, এখন জানতে পারলাম চেস্টা করবো পরিষদের সব রকম সুযোগ সুবিধা দিতে।এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমরা সাংবাদিকদের মাধ্যমে জেনেছি এবং তাকে ভাতার আওতায় নিয়ে আশা হয়েছে।এ ছাড়াও সব রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য সহযোগীতা থাকবে।এ বিষয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল জমাদ্দার বলেন,কালাম শরীফের কি সমস্যা সেটা এখনও আমাদের জানা নেই, তবে তাকে দেখে পরীক্ষা করে বলতে পারবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭