

ডেস্ক রিপোর্টঃ শেখ রকি। রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা পাবনার সদর থানার ভাড়ারা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। শেখ রকির ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, সেখানে লেখেন প্রিয়
ভাঁড়ারা ইউনিয়ন বাশি।
আমি মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি আমি ইন্না-লিল্লাহ বলতে নাহ পারি। ওই সংগঠন আমার দরকার নেই।
আমি নিজ ইচ্ছায় আজ থেকে ভাঁড়ারা ইউনিয়ন এর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।
ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।
বিষয়টি ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমেন্ট বক্সে অনেকেই বিষয়টিকে স্বাগত জানিয়েছে৷
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭