বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের অক্ট্রয় মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক এম. আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিব সম্রাট, আহ্বায়ক সদস্য ইমরান হাসান রাকেশ, তাকবীর আহমেদ ইমন, জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রাসেল রানা, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, ছাত্রনেতা জাকির হোসেন, আব্দুল্লাহ আল বাসেত, রাকিব, রায়হান, জেমস, আরিফ, রাশেদ, হাসিবুল সহ বিভিন্ন হল ও অনুষদের অর্ধ শতাধিক নেতাকর্মী।