ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকের আত্মাহত্যা ঘটনায় মামলা দায়ের


আগস্ট ৭, ২০২৩ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শাহাব উদ্দীন (রাফেল) নিজস্ব প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে লোক নিয়োগের মানসিক নির্যাতন আর পাওনা টাকা চাওয়ায় অপমান করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী রাশেদুর রহমান লিফু আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে এই আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে সোমবার (৭ আগস্ট) বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় শিক্ষকসহ ৪ জনকে আসামি করা হয়।এর আগে রোববার (৬ আগস্ট) গ্যাস ট্যাবলেট খেয়ে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী রাশেদুর রহমান লিফু আত্মহত্যা করে।তিনি কাজীপাড়া গ্রামের মৃত কাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে।এদিকে আজ সোমবার বিকেলে মৃত শিক্ষক কাজী রাশেদুর রহমান লিফু’র স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। আসামিরা সকলেই লিফু’র ভাই-ভাতিজা ও বিদ্যালয়ের শিক্ষক।মামলার বাদী আফরোজা বেগম এজাহারে উল্লেখ করেছেন, পাওনা টাকা চাওয়ায়( ১)আসামী কাজী দেলোয়ার হোসেন, কাজী মতলুবুর,কাজী ফজলে রাব্বী, ও কাজী রকিবুল ইসলাম রাশেদুর রহমানকে মারপিট ও অপমান করে। এ ছাড়াও ১নং আসামী কাজী দেলোয়ার হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় আসামিরা সংঘবদ্ধ হয়ে তাকে বিদ্যালয়ের অফিস সহকারী পদে লোক নিয়োগের জন্য চাপ দেয় এবং মানসিক নির্যাতন করে। এধরণের অপমান জনক ঘটনা ও নানা ধরণের মানসিক চাপ সহ্য করতে না পেরে ৬ আগস্ট গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ্ বলেন, রোববার রাতেই ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।