ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩

টঙ্গীবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ


আগস্ট ১৭, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাবু হালদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭-আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসিমা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা, কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন, শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা মোকলেছুর রহমান প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।