ফটো সাংবাদিক ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার হরি শঙ্করপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে রিতু নিখোঁজের ঘটনায় রবিউল ইসলাম নামে একজন ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।ঘটনাসূত্রে সরেজমিনে গিয়ে জানা যায় ইকবাল হোসেন পরানপুর গ্রামের একজন গরীব কৃষক পাশাপাশি ইজিবাইক চালিয়ে জিবিকা নির্বাহ করে।তিন কন্যা এক ছেলের সংসারে রিতু বড় মেয়ে ,সে এবার এস এস সি পরীক্ষায় হরিশঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে।গত রবিবার রিতু তার মায়ের সাথে গোপালপুর বাজারে যায় কাপড় কিনতে।হটাৎ করেই দোকান থেকে তার মা দেখে রিতু তার সাথে নেই।বাড়ি ফিরে তার পরিবারে নিকট বিষয়টি জানায় রিতুর মা।পরবর্তীতে রিতুর ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে পাওয়া যায় এবং সেই ফোনে শেষ মেসেজটি ছিল রিতুর প্রাইভেট শিক্ষক রবিউল ডাক্তারের।রিতুর বাবা সাংবাদিকদের জানায় রবিউল ডাক্তার তার জান্নাত ফার্মেসীর পাশে একটি প্রাইভেট সেন্টার খুলে সেখানেই ছাত্রছাত্রীদের পড়াত ।সেখানেই আমার মেয়ে পড়াশোনা করত সেই সুবাদেই ডাঃ আমাদের বাড়িতেও যাওয়া আসা করত ।পরবর্তীতে সাংবাদিকগন বাকড়ি বাজারে অবস্থিত রবিউলের জান্নাত ফার্মেসীতে গিয়ে আলাপচারিতার এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে সে রিতুকে পড়াত এবং রিতুর সাথে মোবাইলে মেসেজের আদান প্রদানের ব্যাপারে নিয়ে কথা হলে তিন তার মোবাইল ফোনটি বিক্রয় করে দিয়েছে বলে জানায়।ড্রাগ লাইসেন্স ,ফার্মাসিস্ট লাইসেন্স এবং ডাক্তারি সনদ ছাড়াই তিনি চালিয়ে যাচ্ছেন চিকিৎসা ও ঔষধ বেচাকেনা।ড্রাগ লাইসেন্স ছাড়া কিভাবে ঔষদ কেনাবেচা করছে এব্যপারে ঝিনাইদহ জেলার ড্রাগ সুপার সিরাজুম মনিরার নিকট জানতে চাওয়া হলে তিনি জানান এটি সম্পূর্ণভাবে অবৈধ আমরা অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।স্কুলছাত্রী রিতু নিখোজের ৮ দিন পার হলেও এখোনো সন্ধান মেলেনি চরম শঙ্কার মধ্য রিতুর বাবা মা। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন রিতু নিখোজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারন ডায়েরী হয়।এবং এই জিডি মূলেই আমরা রবিউলকে গ্রেফতার করে নিয়ে আসছি এবং মেয়েটি উদ্ধারের জন্য তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।