শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের কালিডাঙ্গা মাঝিপাড়া মোড় হইতে চৈতন্য বাজার বাঁধের মাথা পর্যন্ত খানাখান্দে ভরা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ চলাচলের অনুপযোগী রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলার মীরগঞ্জ-চৈতন্য বাজার নুরুল হক মাষ্টারের চাতাল সংলগ্ন রাস্তায় চৈতন্য বাজার অটো ভ্যান মালিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য এমদাদুল হক নাদিম, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মাহালম মিঞা, শিক্ষক মাসুদ বসুনিয়া, চৈতন্য বাজার অটো ভ্যান মালিক সমিতির আহবায়ক রাহেদুল ইসলাম, স্থানীয়দের মধ্যে খিতিশ চন্দ্র , হয়রত আলী, অটো চালক সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এই পাকা রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে খানা খন্দে ভরা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনায় পড়ছে মানুষ । এই রাস্তাটি গত ২০২১-২০২২ অর্থ বছরে সংস্করের কাজের জন্য টেন্ডার আহবান করা হলে জনৈক ঠিকাদার রাস্তার কাজটি পান। এলজিইডি বিভাগ থেকে কার্যাদেশ প্রাপ্তির পর রাস্তার কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ১ বছর ধরে বিভিন্নভাবে দাবী জানালেও জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ না হওয়ায় দিন-দিন জনদূর্ভোগ বেড়েই চলেছে। অবিলম্বে রাস্তাটি সংস্কারের জোড় দাবী জানান বক্তারা।
উপজেলা প্রকৌশলী শামছুল আরেফিন খান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২১-২০২২ অর্থ বছরে ওই রাস্তার টেন্ডার আহবান করা হয় এরং ঠিকাদার কাজটি বিলম্ব করার কারণে তার কার্যাদেশ বাতিল করে ২০২২-২০২৩ অর্থ বছরে পুনরায় টেন্ডার আহবান করা হয়। দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে।