শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে একাধিক মামলার মাদক, জুয়ার আসর ও বাড়ি থেকে ওয়ারেন্ট ভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেফতার করেেছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- উজ্জ্বল হোসেন, সেকেন্দার আলী, সোনামিয়া, আব্দুর রহিম, সুজন চন্দ্র, আনজু মিয়া, আজিম উদ্দিন, আঙ্গুর মিয়া, হায়দার আলী ও লিটন প্রামানিক। এরা সকলেই সি আর ও জি আর ভুক্ত আসামী।সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭