শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ সি আর ও জিআর ওয়ারেন্টভুক্ত মাদক,নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জুয়ার আসর ও বাড়ি থেকে ৯ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক মামলার এই ৯ জন আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো-লিচু মিয়, মঞ্জু মিয়া, সোহেল রানা ,মোস্তাফিজুর, রহমান মমিনুল ইসলাম, আবদুস সামাদ, মোনাই মিয়া, আবুল হোসেন ও মঞ্জু মিয়া সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জ্বামান জানান, ৯ জন আসামীর মধ্যে ৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭