ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ খবর

রামগতিতে ছাত্রলীগ নেতার মদ পানের ছবি ভাইরাল


জুলাই ৯, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর,প্রতিনিধি : ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কয়েকজন বন্ধু সহ মদ পানের নানা ভঙ্গিমার দৃশ্য। লক্ষ্মীপুরের রামগতি পৌর ছাত্রলীগ সভাপতি মো: আব্বাস উদ্দিনের মদ পানরত মাতলামীর এ দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।

জানা যায়, দ্বীর্ঘদিন থেকে রামগতি পৌর ছাত্রলীগ সভাপতি মো: আব্বাস উদ্দিনের বিরুদ্ধে মাদক, ইয়াবা, মদ, নারী নিয়ে মত্ত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি দেখা যায়, আব্বাস তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে মদ পান করছে। এক পর্যায়ে মদের নেশায় সে বেহাল হয়ে যায়। এ সময় সে বিভিন্ন ধরনের অসংলগ্ন ও বেহাল আচরণ করতে থাকে। তখন স্থানীয় কয়েকজন তার মদ পান ও অসংলগ্ন মাতাল আচরনের দৃশ্য মোবাইল ফোনে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা পরবর্তিতে ভাইরাল হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ছাত্রনেতা তার এহেন আচরণে বিষ্ময় প্রকাশ করেন এবং তাকে পদ থেকে অতিদ্রুত অপসারণের দাবী তোলেন।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস উদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, আমি মদ পান করিনি, অন্যরা মদ পান করা অবস্থায় আমি সেখানে উপস্থিত হই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে আসেনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।