বিএনপি কুয়েত রাজ্য শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বিএনপি'র ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কুয়েত সিটির মালিয়া পাশে সাগর পারে। কুয়েত বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সহ সভাপতি মাঈনুদ্দিনের আমন্ত্রণে বিশেষ একটি আয়োজনের ব্যবস্থা হয়।
খোলামেলা পরিবেশে সবার আনন্দ শেয়ার, দেখা সাক্ষাত সহ বিভিন্ন কথোপকথন হয় একে অন্যের সাথে। সংক্ষিপ্ত পরিসরে আলোচনার মাধ্যমে শুরু হয় উক্ত অনুষ্ঠান। কুয়েত বিএনপি'র নির্বাচিত সাধারণ সম্পাদক সবার পরিচিত মুখ জনাব আবুল হাসেম এনাম সাহেবের সভাপতিত্বে আলোচনাসভা পরিচালনা করেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম কুয়েত'র সাধারণ সম্পাদক, কুয়েত বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য জনাব লিঠন মিয়াজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার কুয়েত বিএনপি'র সাবেক সহ-সভাপতি আহ্বায়ক কমিটির সদস্য জনাব মঈন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েত বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিলেট জেলা বিএনপি'র সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ্ব শওকত আলী। আরো বক্তব্য রাখেন কুয়েত বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য জনাব আশফাক আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আহমদী প্রদেশ বিএনপি'র আহ্বায়ক জনাব ওলিউল্লাহ, কুয়েত শ্রমিক দলের সভাপতি জনাব মোমিন উল্লাহ পাটোয়ারী, আহ্বায়ক কমিটির সদস্য কুয়েত জাসাসের সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আজাদ নুর, কোরবান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম সহ জাহাঙ্গীর আলম, রেদোয়ান মিন্টু, জাফর ইকবাল পলাশ, ফখরুল ইসলাম বিপ্লব, শাহেদ আহমদ, হাসান কামাল, মামুন মিয়াজী, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, আব্দুল মালেক, নজরুল ইসলাম সবুজ, আব্দুল হাই বাচ্চু, বেলাল হোসেন চুট্টু মিয়া, ফরহাদ হোসেন রানা মজলিস প্রমুখ। ঈদ পুর্ণমিলনীতে অংশগ্রহণ করেন কুয়েত বিএনপি'র নেতৃবৃন্দসহ কুয়েতে অবস্থিত বিভিন্ন প্রদেশ ও আঞ্চলিক কমিটির অসংখ্য নেতৃবৃন্দ। সবার উপস্থিতি আয়োজন প্রাণবন্ত হয়ে উঠে।
অগণিত তরুণদের উপস্থিতি দেখে কুয়েত রাজ্য শাখা বিএনপি'র নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবুল হাসেম এনাম সাহেব অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন দেশনায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনায় বাংলাদেশে যে সকল স্থানে তারুণ্যের সমাবেশ হচ্ছে, সেই সকল সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে প্রবাসী তরুণরা দেশে অবস্থানরত পরিচিতদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। তিনি আরও বলেন, আসছে একদফা একদাবী আন্দোলনে, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবীতে তরুন যুবকদের ভূমিকা রাখতে হবে। খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ ফিরে পাবে তাঁর বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেশনেত্রী আপোসহীন নেত্রী গণতন্ত্রের মা ম্যাডাম খালেদা জিয়া মুক্ত হয়ে আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের জনগণের ভোটে।
নৈশ্যভোজের মধ্য দিয়ে কুয়েত বিএনপি'র ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। সবাই আশাবাদী বাংলাদেশের আগামী দ্বাদশ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জনগন ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনায় অধিষ্ঠিত করবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ