টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রকাশ্যে মাদক বিক্রি'র ঘোষণা দেওয়া যুবক সোহান কে এখনো গ্রেফতার করেনি পুলিশ। এ নিয়ে বইছে এলাকায় সমালোচনা'র ঝড়। এলাকাবাসী বলছেন পুলিশের সোর্স হওয়ায় সোহান কে গ্রেফতার করছেনা পুলিশ।জানাগেছে, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পুলিশের কথিত সোর্স ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহানের মদ্যপ অবস্থায় হেলেঢুলে পরে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মুহুর্তেই ভাইরাল হওয়া ভিডিও টি প্রায় ২০ হাজার মানুষের চোখে পড়লেও এখনো থানা পুলিশের নজরে না পড়ায় হতাশ এলাকাবাসী। স্থানীয়রা বলছেন সোহান এলাকায় মাদক বিক্রি করে এটা সবাই জানে। থানা পুলিশও সোহানের বিক্রির বিষয়টি ভালো করেই জানে। এর আগে টঙ্গীবাড়ী থানা পুলিশ সোহান কে ধরতে গিয়েও ব্যর্থ হয়েছিলো। সেই সোহান একজন মাদক ব্যবসায়ী হয়ে কিভাবে পুলিশের সোর্স পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বেড়ায়। মাদক ব্যবসায় ছাড়াও সোহানের বিরুদ্ধে রয়েছে নদীতে ডাকাতি করার অভিযোগও। এর আগে পুলিশের অভিযানে ডাকাত চক্রের সদস্যদের আটক করলে আটককৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান এর নামও উল্লেখ করেছিলো। নিজে মাদকের ডিলার হয়ে এলাকায় ছোট ছোট অনেক মাদক ব্যবসায়ী গড়ে তুলেছিলো। তার বিরুদ্ধে কোনো সাংবাদিক নিউজ করলে ওই সাংবাদিকের বিরুদ্ধে লেগে থাকে সোহান।এতো কিছুর পরেও সোহান এলাকায় বলে বেড়ায় আমি পুলিশ কে কাজ দেই, পুলিশ আমাকে কখনো ধরবেনা।এদিকে টঙ্গীবাড়ী থানা পুলিশ বলছে সোহান আমাদের সোর্স না। মাদকের আসামি ধরতে কয়েকবার সে সহযোগিতা করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭