মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আওতাভুক্ত মেঘনা নদীর বিভিন্ন জায়গায়
চাঁদাবাজি করে নৌ পথে কে অস্থিতিশীল করে একটি চক্র। তার ই ধারাবাহিকতায়
এই নৌ পথকে নিরাপদ রাখার জন্য গজারিয়া নৌ পুলিশ বিচক্ষণতার সহিত কর্তব্যরত দায়িত্ব নিয়ে সদা সর্বদা সচেষ্ট থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে নামীয় আসামিদয় বিরুদ্ধে মামলা হলে আত্মগোপনে চলে যায়।
অদ্য রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার মামলা নং-০৭(০৫)২০২৩ ধারা-৩৮৫/৩৮৭/৩৪ পিসির মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের নৌ পথে চাঁদাবাজির মামলার দীর্ঘদিন পলাতক আসামি ৪) মোঃ এমরান (২২) পিতা সালাউদ্দিন ৫) মোঃ নয়ন (২২) পিতা লিটন মিয়া, উভয় সং গজারিয়া উভয় সাং গজারিয়া। দীর্ঘদিন পলাতক থেকে গত ১৫/০৭/২০২৩ খ্রিঃ রাতে সংগোপনে গজারিয়া সাকিনে এসে স্থায়ীভাবে পলাতক হওয়ার লক্ষে পরিকল্পনা করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে গজারিয়া নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইজাজ উদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্ত্বে আইও এসআই রাশেদুল হকসহ অফিসার ও ফোর্স নিয়ে গভির রাত্রে গজারিয়া সাকিনে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদ্বয়কে গ্রেপ্তার করেন। আসামিদ্বয় জিজ্ঞাসাবাদে তাদের কৃত অপরাধ কর্মের কথা স্বীকার করায় আসামিদ্বকে মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭