আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী স্কুল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ নং ব্যালট এর নেকবর মেলকার ও ৫ নং ব্যালট এর সোহেল মোল্লা ২৬৭ ভোট পেয়ে যৌথভাবে ১ম স্থান অর্জন করেন। ২০৭ ভোট পান ২নং ব্যালটের ফরহাদ হোসেন বাবু ও ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন ৪ নং ব্যালট এর মো: বাবর শেখ। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয় ২ নং ব্যালট এর ওয়াহিদা জাহান।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩ নং ব্যালট এর বাবু হালদার পেয়েছেন ১৪১ ভোট, ৬নং ব্যালট এর শহিদুল বেপারী পেয়েছেন ১৫৯ ভোট এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ব্যালট এর ইসমত আরা পেয়েছেন ১৮৩ ভোট। মোট ৪২২ জন ভোটারের মধ্যে ৩৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।