মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানাধীন গজারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে এ মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। তবে পিকআপ ভ্যানের চালক বা হেলপার কিংবা মাদকের সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি হাইওয়ে পুলিশ।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, মহাসড়কের গজারিয়া থানাধীন টহলরত হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মুখী লেনে একটি পিকআপ ভ্যান (ফেনী ন-১১-০২৪৩) করে মাদক নিয়ে যাচ্ছে। টহলরত পুলিশ পিকআপ ভ্যানটিকে থামানোর সিগন্যাল দিলে, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই পিকআপটি মহাসড়কের পাশে রেখে চালক এবং হেলপার পালিয়ে। পরে পিকাপ ভ্যান তল্লাশি করে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা কর হয়।