ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জ সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট পক্ষ থেকে ২২-২৩ সালের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত


জুলাই ১৫, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল তোড়া দিয়ে বরণ করে নেওয়া হলো নবীগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট ১২০জন নবীন শিক্ষার্থীকে। বুধবার (১২জুলাই) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। ২০১৭-১৮ ব্যাচ ৫ প্রণয় আয়োজনে নবীগঞ্জ সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্ট অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ সরকারি কলেজ রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্ট বিভাগীয় চেয়ারম্যান জনাব মোজ্জাম্মেল আলী শিকদার ও পরিচালনায় করেন রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্ট ছাত্র সাজু আহমেদ হৃদয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন – নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফর আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নবীগঞ্জ সরকারি কলেজটি উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্ট প্রভাষক জনাব মোদ্দাসীর আলী, প্রভাষিকা মোছা: মহিমা আক্তার সমাজ বিজ্ঞাননের প্রভাষক মঈনুল ইসলাম জাকির। বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, তোমরা ভালোভাবে পড়াশুনা করতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে।শিক্ষার মান উন্নয়ন ও মান সম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে সুশিক্ষিত নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার প্রতি আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নবীন শিক্ষার্থীসহ সবার জন্য শুভ কামনা রইলো।এছাড়াও  আরো উপস্থিত ছিলেন উক্ত কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী সাদিয়া আক্তার মুন্নী, রাষ্ট্রবিজ্ঞানের ডিপার্টমেন্টের স্বপন রবি দাশ, ফেরদৌস হাসান অনিক,জীবন রায়, আশিফ, রেজাউল,তাসফিয়া, উমি, সালমা, সেবিকা, কুটি প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।