ঢাকারবিবার , ৪ জুন ২০২৩

সুন্দরগঞ্জে তিস্তানদী ভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ শামীম


জুন ৪, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে উপজেলার চন্ডিপুর, শ্রীপুর, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজারে তিস্তার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হাদার পাটোয়ারী। সাংসদ শামীম ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখেন এবং ভাঙ্গন রোধে জিও ব্যাগ, জিও টিউব ফেলার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিলন, হরিপুর ইউনিয়ন জাপার সভাপতি আমজাদ হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোসলিম মিয়াজি প্রমুখ। জানা গেছে. ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার জন্য ৫ কোটি ৬৫ লাখ টাকার প্রকল্প চলমান রয়েছে। ইতিমধ্যে ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।