ঢাকামঙ্গলবার , ২০ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

মানিকগঞ্জ দৌলতপুরে এসএসসি পরীক্ষায় শিক্ষকদের সম্মানি আত্মসাতের অভিযোগ


জুন ২০, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

লুৎফর রহমানঃ মানিকগঞ্জের দৌলতপুরে এসএসসি ভোকেশনাল ট্রেড শাখার ব্যবহারিক পরীক্ষার দায়িত্বপালনকারী শিক্ষকদের সম্মানির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে।

গতকাল সোমবার ভুক্তভোগী ১২জন শিক্ষক মিলে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বরাবর টাকা আত্মসাতের ব্যাপারে লিখিত অভিযোগ করলে সরেজমিনে দৌলতপুর সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দায়িত্ব পালনকারী কয়েক জন ট্রেড শিক্ষকদের সাথে কথা বললে ওই শিক্ষকেরা জানান, এবছর এসএসসি পরীক্ষায় দৌলতপুর উপজেলা সদর পরীক্ষা কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের মোট ৪৯৫ জন পরীক্ষার্থী ভোকেশনাল ট্রেড শাখায় অংশগ্রহণ করে। এবং ট্রেড পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ৩২৫ টাকা হারে এক লক্ষ ষাট হাজার আটশত পঁচাত্তর টাকা আদায় করেন প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রেজাউল করিম।

সামান্য কিছু টাকা আনুষাঙ্গিক খরচ বাদে বাকি টাকা গুলো ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব পালনকারী ২২ জন শিক্ষকের মাঝে সম্মানি হিসেবে বিতরণ করার কথা থাকলেও তিনি নামে মাত্র প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং বাকি টাকাগুলো তিনি আত্মসা ৎ করেছেন বলে অভিযোগ করেছে শিক্ষকেরা।

দৌলতপুর সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের ট্রেড শিক্ষক ইফতেখার আলম জানান, ৩০ মে মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা শুরু করে বন্ধের দিন শুক্রবার শনিবারেও কাজ করে সাত দিনে অনেক কষ্টে আমরা ব্যবহারিক পরীক্ষা শেষ করি অথচ কেন্দ্র সচিব রেজাউল করিম আমাদের সম্মানির টাকাগুলো আত্মসাত করেছেন।

টাকা আত্মসাতের ব্যাপারে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা অভিযোগ করেছে তাদেরকে সাইজ করা হবে।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার ঘটনার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।