ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

চিকিৎসা ভাতা প্রদানের কথা বলে মা বাবার জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে


জুন ২৮, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ মা বাবাকে নিয়মিত চিকিৎসা ভাতা প্রদান করবে এমন লোভনীয় কথা বলে নিজের বাবা মায়ের নামের বসতি ভিটা লিখে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে শামীম হোসেনের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের ড্রাইভার পদে কর্মরত শামীম হোসেন তার নিজের বাবা মাকে তার কর্মস্থল বাংলাদেশ ব্যাংক থেকে বয়স্ককালীন চিকিৎসা সেবার সকল খরচ বহন করবে এমন আশ্বাস দেন। এর জন্য ব্যাংকের একাউন্ট খুলতে হবে, ঠিকঠাক করতে হবে সকল কাগজপত্র। এমন কথা বলে দলিলপত্র আগেই রেডি করে হেবায়া মাধ্যমে লিখে নেয় সকল সম্পত্তি। যা জানাজানি হয় দীর্ঘদিন পরে। পাবনা জেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামে ঘটেছে এমনি এক নজীর বিহীন ঘটনা। ভুক্তভোগী সালেহা বেগম জানান,তার ছোট ছেলে শামীম ছোট থেকেই খুব দুষ্টু প্রকৃতির। তার আরও ৫ ছেলে মেয়ে রয়েছে। কিন্তু তাদেরকে না জানিয়ে গোপনে চিকিৎসা সেবার দীর্ঘ মেয়াদি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন দলিলে স্বাক্ষর নেয়। পরে দীর্ঘদিন পরে তার বাড়ির সকল সম্পত্তি তার নিজের দাবি করে বিক্রির চেষ্টা চালাচ্ছে এবং বাড়ি থেকে নেমে যেতে বাবা মাকে নানা ভয়ভীতি প্রদর্শন করাও অভিযোগ করেন তিনি।অন্যদিকে, অভিযুক্ত শামীমের বাবা আব্দুল সাত্তার গণমাধ্যমকে জানান, তার ছেলে তাদের চিকিৎসার কথা বলে ব্যাংকে নিয়ে এমন জঘন্য কাজ করেছে । যার কারণে তাদের সম্পত্তি থেকে তার অন্যান্য ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে এমন কাজের বিচার চাই।অন্যদিকে, অভিযুক্ত শামীম হোসেনের সাথে বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি গণমাধ্যমের সাথে দেখা করেননি।উল্লেখ্য,ঘটনাটি নিয়ে পাবনা আদালতে মামলা চলমান রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।