ঢাকাশুক্রবার , ৩০ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

কুয়েতে ঈদ পূর্ণমিলনী মিডনাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত


জুন ৩০, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিপ্লব, আন্তর্জাতিক প্রতিনিধিঃ কুয়েতস্ত বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী মিডনাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হলো রিগ্গা প্লে গ্রাউন্ড মাঠে। প্রচন্ড তাপমাত্রা উপেক্ষা করে বিকাল ৫:০০ ঘটিকার সময় উদ্বোধনী ম্যাচ শুরু করে ভোর বেলা পর্যন্ত চলে। মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করে, প্রথম গ্রুপ ভিত্তিক ভাবে লীগ পর্যায়ে ম্যাচ অনুষ্ঠিত হয়ে, কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ধারাবাহিক ভাবে খেলা পরিচালনা করে ফাইনালের মুখোমুখি হয় জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাব বনাম দোয়েল স্পোটিং ক্লাব। দোয়েল স্পোটিং ক্লাবকে ১ – ০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাব কুয়েত।উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান; বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র সাংগঠনিক সম্পাদক জনাব সুহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলীর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা জনাব প্রকৌশলী জনাব মোঃ ফরিদ উদ্দিন, তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মানিক মোল্ল, বিশিষ্ট ক্রিড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব বাবু বিমল কান্তি রায়, বিশিষ্ট ক্রিড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোরশেদ আলম ভূঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, দৈনিক ভোরের খবরের সাংবাদিক ফখরুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত সহ-সভাপতি বেলাল আহমদ সহ এসোসিয়েশনের কার্যকরী নেতৃবৃন্দ এবং আগত অসংখ্য দর্শকবৃন্দ।উক্ত টুর্নামেন্ট আয়োজনের কারনে কুয়েত’স্ত বাংলাদেশী ক্রীড়া প্রেমিক প্রবাসী ভাইদের মধ্যে এক অন্যরকম মিলনমেলায় পরিণত হয়। যারা প্রবাসের মাটিতে পরিশ্রম করে ক্রীড়া জগতকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব শওকত আলী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।