ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে মোটরসাইকেল-আরোহী নিহত


জুন ১০, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বেড়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া ‍উপজেলায় ঝড়ে ভেঙ্গে ঝুলে থাকা গাছের ডাল মাথায় পড়ে রিয়াদ মোল্লা (১৮) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার কাশিনাথপুর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ মোল্লা (১৮) উপজেলার সৈয়দপুর দক্ষিণ পাড়ার মজিদ মোল্লার ছেলে। জানা যায়, বেড়া থেকে মোটরসাইকেলে কাশিনাথপুর হয়ে সৈয়দপুর যাওয়ার সময় ঝড়ে ভেঙে ঝুলতে থাকা গাছের ডাল মাথার ওপরে পড়লে গুরুতর আহত হন রিয়াদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিনাথপুর পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।