ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জিয়া সাইবার ফোর্সের একেকটা কর্মী একজন যোদ্ধা-আব্দুস সালাম


জুন ৯, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজঃ অনলাইনে যারা কাজ করেন যারা সত্যে উদঘাটন করে তারা একেকটা যোদ্ধা বলে আখ্যা দিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্স কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, দেশের জন্য দেশের মানুষের জন্য সাইবার যোদ্ধা হিসাবে কাজ করে যারা অনলাইনে কাজ করে। তাদের মধ্যে জিয়া সাইবার ফোর্স অন্যতম।এছাড়া ও সব সময় মিথ্যা পরিহার করে সত্যকে প্রাধান্য দিয়ে প্রচার-প্রচারণায় আরও অগ্রসর হওয়ার ও আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব উপস্থিতি ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের সহ: দপ্তর এ্যাড.সোলায়মান হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মোহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কেএম হারুন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।