ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

সখীপুরে গ্রাম বাংলার স্বাস্থ্য জ্ঞান ও স্বাস্থ্যকর আচরন নির্ধারণের কারন জানা অবহিতকরণ সভা


জুন ৪, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (সখীপুর) উপজেলা প্রতিনিধিঃ আজ রবি বার, ৪ জুন ২০২৩ইং।সময় সকার ১০ ঘটিকা।
উক্ত অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন -৮নং বহুরিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সরকার নূরে আরম মুক্তা,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রফেসর ডাঃ িরদওয়ানুর রহমান(প্রধান গবেষক), সখীপুরের কৃতি সন্তান ডাঃ আব্দুর রহিম,
প্রফেসর ডাঃ আবুল ফয়েজ,ডাঃ জাকির হোসেন,ডাঃ খাইরূল ইসলাম, ডাঃরতিন্দ্রনাথ মন্ডল,ডাঃ নন্দিতা ইসলাম পিয়া,ডাঃআনিকা আফরোজ,শ্যামলেন্দু রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ নূরূল ইসলাম সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরো উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের সচিব মহোদয় এবং সকল সদস্য বৃন্দ ও কয়েক টি স্কুলের শিকক্ষ মহোদয়  গন,এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উক্ত অবহিতকরণ সবায় প্রধান আলোচনা করা ছিলো-অসংক্রামক রোগের কারনে দেশে অকাল মৃত্যু যেমন-হার্ট অ্যাটাক,স্ট্রোক,শ্বাস কষ্ট রোগ, ক্যানসার এই রোগের প্রধান কারণ হলো-ধুমপান,অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, শারীরিক শ্রমের অভাব,এবং অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এই বিষয় গুলি সমপর্কে আলোচনা করেন এবং অভিহিত করেন মানুষকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।