শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পৌরসভার তিস্তা বাজারের (মহিলা বাজার) নামক স্থানে ২ জন মাদক কারবারি তারা মিয়া (৩৭) ও জহুরুল ইসলাম রকেট (৩৫) কে আটক করেন সুুন্দরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া গ্রামের মোঃ রহম আলী প্রামানিকের পুত্র তারা মিয়া একই উপজেলার সেরখালি গ্রামের আঃ কুদ্দুসের পুত্র জহুরুল ইসলাম রকেট।
শুক্রবার সকাল ১১ টায় সুুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান।
এসময় তিনি জানান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারি অভিনব কায়দায় কালো কাপড়ের গাঁটি মাথায় করে পৌর শহরের দিকে আসছিল । তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বহনকারী কাপড়ের গাঁটি সহ ২ জনকে আটক করে। এরপর কালো কাপড়ের ২ টি গাঁটি তল্লাশী করে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতর বিশেষ কায়দায় সাদা পলিথিনে কাগজে মোড়ানো ৩০০গ্রাম করে মোট ১৫ কেজি গাঁজা ও ৫০টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ী সহ ৫০ টি কালো কাপড়ের গাঁটি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরন করেন।
এ সময় প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সেরাজুল হক, এস আই, আরিফ, মামুন সহ জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭