ঢাকাসোমবার , ১৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে শিশু বক্তা আবু রায়হান আজাদী সড়ক দূর্ঘটনায় নিহত


জুন ১৯, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী মৃত্য বরণ করেন। ঘটনাটি ঘটেছে গত বরিবার দিবাগত রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে।
জানা গেছে, উপজেলার পাঁচপীর বাজার থেকে নলডাঙ্গা মটর রসাইকেলে আসার সময় বিপরীত পাশে আশা একটি কাঁকড়া গাড়ী মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী আবু রায়হান আজাদীর ঘটনা স্থলে মৃত্যু হয়। সংঘর্ষে মটর সাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম আহত হয়েছে। আহতরা সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুর তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
থানা অফিসার ইনচার্জ একে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।