শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: "সবাই মিলে গর্ব দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে
“কেবল মাত্র কঠোর শাস্তির মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়” এই বিষয় নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা অডিটরিয়াম হল রুম দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল চ্যাম্পিয়ান ও সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, দুনীতি দমন কমিশনের রংপুর অফিসের উপ-সহকারি পরিচালক মো. মমিন উদ্দিন, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ, গোলাম রব্বানী, বাবলু মিয়া, সাংবাদিক হাবিবুর রহমান হবি, শহীদুল ইসলাম শহীদ, জুয়েল রানা, হযরত বেল্লাল খান, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭