ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


জুন ২৩, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন , জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক বর্ণাঢ্যর্্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম রেজা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান তুহিন সহ প্রমুখ। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং কেক কেটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।