স্বপন রবি দাশ(হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুধিয়াখলায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহী নিহত হয়েছেন।রবিবার সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪), বানিয়াচং উপজেলা চৌধুরী পাড়া গ্রামের আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) এবং সিএনজি চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া (৩৫)। দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় সুধিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহণের একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি চালকসহ ৩ জন মারা যান। এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাটে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতেরদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭