আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা লাল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩জুন) সকাল ১১ টায় বেশনাল সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দিঘীরপাড় অভচরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা লাল মিয়া হালদারের দাফনের আগে দিঘিরপাড় পুলিশ ফাড়ির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম হাওলাদার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফুর হাওলাদার উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭