বেড়া (পাবনা)প্রতিনিধিঃ পাবনার বেড়ায় খাদ্যে বিষক্রিয়া হয়ে একই পরিবারের ৬জন অসুস্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার বাবুল আক্তার (৫৫) নামের এক ব্যক্তি দাবি করেছে গত মঙ্গলবার (৩০মে) বেড়া পৌর বাজার থেকে কেনা আম খেয়ে তিনিসহ পরিবারের সবাই অসুস্থ হয়েছেন । এদের মধ্যে গুরুতর অসুস্থ দুইজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
বলেছেন বিষাক্ত কেমিকেল যুক্ত আম খেয়ে অসুস্থ হয়েছে কিনা তা রাসায়নিক পরিক্ষা ছাড়া নিশ্চিত বলা যাচ্ছেনা।
বেড়া হাসপাতাল ও অসুস্থ পরিবারের গৃহকর্তা বাবুল আক্তার জানান,গত মঙ্গলবার তিনি বেড়া পৌর বাজার থেকে ৫ কেজি আম কিনে আনেন। ওই দিন রাতে তিনি তিনটি আম খেয়ে ঘুমিয়ে পড়েন । বুধবার ভোর থেকে তার পাতলা পায়খানা ও বমি শুরু হয় । বিষয়টি আচকরতে না পেরে
সকালের নাস্তার সাথে তার স্ত্রী আমেনা খাতুন(৪৭),ছেলে মোহাম্মদ আলী(৩০), মেয়ে মোছাঃ তাছলিমা খাতুন(১৭), নাতি আলিফ (৬) ওই আম খেয়ে ফেলেন। আম খাওয়ার দুই তিন ঘন্টা পর থেকে তাদের মধ্যে একই উপসর্গ দেখা দেয়। এদের মধ্যে মেয়ে তাছলিমা ও নাতি আলিফের অবস্থার মারাত্মক হলে তাদেরকে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাতেমাতুজ জান্নাত জানান,বুধবার রাতে গুরুতর অসুস্থ দুইজন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি করা হয়েছে। খাদ্য বিষক্রিয়া জনিত কারণে তারা অসুস্থ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে কেমিক্যাল যুক্ত আম খেয়েই তারা অসুস্থ হয়েছে এটি রাসায়নিক পরিক্ষা ছাড়া বলা সম্ভব না।